বাম-ডান মিলে গেছে এক সুরে

প্রশান্তি ডেক্স॥ গ্যাসের মূলবৃদ্ধির প্রতিবাদে ডাকা হরতালে ‘বাম-ডান মিলে গেছে এক সুরে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।dan bam
গত সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাম আর ডান মিলে গেছে। এক সুরে। এই তো? খুব ভালো।
তিনি বলেন, আমাদের গ্যাসের প্রয়োজন আছে কি-না? দেশের যদি আমরা উন্নয়ন করতে চাই, এনার্জি একটা বিষয়। এলএনজির জন্য খরচ যথেষ্ট বেশি পড়ে, এতে কোনো সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে আন্দোলন করেছে আবার বলেছে, ভারতে দাম কমিয়েছে।
এ সময় ভারত ও বাংলাদেশে গ্যাসের দামের পার্থক্য তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দাম বাড়ানোর পরও ১০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তাহলে আমি এক কাজ করি, যে দামে কিনব সে দামে বিক্রি করি? বহুদিন পর হরতাল পেয়েছেন পরিবেশের জন্য ভালো।

Leave a Reply

Your email address will not be published.