ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন গত বৃহস্পতিবার ( ২৫ জুলাই) সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই ভোট শুরু হয়। প্রতিটি কেন্দ্রেই ছিলো উৎসবমূখর পরিবেশ। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে পেরে ভোটারদের চোখে মুখে ছিলো আনন্দ। চেয়ারম্যান পদে প্রার্থী ছিলো ৩ জন। নৌকার প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছাইদুর রহমান স্বপন, স্বতন্ত্র প্রার্থী ছিলেন দু’জন। একজন সাবেক চেয়ারম্যান হাজী আবদুর কাদির অপরজন নতুন মুখ মোটরসাইকেল মার্কায় হাজী আফতাব উদ্দিন নাসির। এই ইউনিয়নের ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৯জন। ভোট কেন্দ্রসংখ্যা ছিলো ১১। এ নির্বাচনে নৌকার প্রার্থী ছাইদুর রহমান স্বপন ১৪ হাজার ৮৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাজী আবদুল হাজী আবদুল কাদির পান ২ হাজার ৫শ ২৬ ভোট এবং অপর প্রার্থী হাজী আফতাব উদ্দিন নাসির পান ১৮৬ ভোট।