আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতি করে না: নাসিম

প্রশান্তি ডেক্স॥ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ শুধু ভোটের রাজনীতি করে না। বন্যা ভাঙ্গন কিংবা যে কোন প্রাকৃতিক দুর্যোগ বা বিপদ-আপোদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের নেতাকর্মীরা সবসময়ই জনগণের পাশে থাকে।aw
শুক্রবার সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাধ পরিদর্শনকালে স্থানীয়দের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল এখনও বন্যা দুর্গত এলাকায় আসেননি। কিন্তু, এ দেশে কিছু রাজনীতিবিদ আছেন, যারা ভোট এলে রাতারাতি জনদরদী হয়ে ওঠেন, ভোট শেষে ঢাকায় বসে বক্তৃতা দিয়ে দায়িত্ব শেষ করেন।
এ সময় পাউবোর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শওকত হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ নাসিম গত পাঁচদিন সিরাজগঞ্জ, বগুড়া এবং গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করে বানভাসি মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published.