জাতির পিতার স্বপ্নপূরণের দায়িত্ব আমাদের…প্রধান বিচারপতি

প্রশান্তি ডেক্স॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন পূরণে কাজ করে যেতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে আয়োজিত ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।bechar poti
প্রধান বিচারপতি বলেন, ‘জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, আমাদের দায়িত্ব হবে সেই লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে।’
১৫ আগস্টকে ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় দিন উল্লেখ করে সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তার পরিবারের ছয় বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন ঘাতকের গুলি থেকে রেহাই পায়নি।’
ওই হত্যাকান্ডকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে অশ্রুভেজা ও কলঙ্কময়’ অধ্যায় বলেও জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘বাঙালি জাতি আজ গভীর শোক ও শ্রদ্ধায় তার শ্রেষ্ঠ সন্তানকে স্মরণ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন- আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবু বকর সিদ্দিকী প্রমুখ।
এর আগে জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি। পরে তিনি যোগ দেন সুপ্রিম কোর্টের এই কর্মসূচিতে।

Leave a Reply

Your email address will not be published.