কাশ্মীরের মর্যাদার প্রতি ওআইসির সমর্থন, গণভোটের আহ্বান

রাশিদ রিয়াজ॥ ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি মহাসচিবের দপ্তর থেকে এক বিবৃতির মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে সেখানে গণভোটের আয়োজনের আহবান জানানো হয়েছে। এরফলে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর ভারত সরকার বিষয়টিকে নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতি তা অস্বীকার করল। all contry ledar
বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিবের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়ার প্রস্তাবের প্রতি নতুন করে সমর্থন ব্যক্ত করেছে এবং কাশ্মীর সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ওআইসি কাশ্মীরের জনগণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
একইসঙ্গে কাশ্মীরে ভারত সরকার যে কারফিউ জারি করেছে তা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে ওআইসির বিবৃতিতে। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরু হওয়া দরকার বলেও ওআইসি মন্তব্য করেছে।

Leave a Reply

Your email address will not be published.