পা ভাঙ্গলো শিশুর, ‘চিকিৎসা’ হলো পুতুলের

seso palasterপ্রশান্তি ডেক্স॥ বিছানা থেকে পড়ে পায়ের হাড় ভেঙ্গে যায় ১১ মাস বয়সী জিকরা মালিকের। চিকিৎসার জন্য বাবা মা তাকে হাসপাতালে ভর্তি করেন। তবে ভাঙ্গা হাড় জোড়া লাগাতে চিকিৎসকেরা শুধু জিকরার পায়েই প্লাস্টার করেননি। তার পুতুলের পা’ও একইভাবে বেঁধে দিয়েছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র খবরে বলা হয়, দিল্লির লোক নায়ক হাসপাতালে এখন ভর্তি আছে শিশু জিকরা।
সংবাদ মাধ্যমটিতে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, জিকরার পা প্লাস্টার করে ট্রাকশনে ঝোলানো রয়েছে। পাশেই শোয়ানো রয়েছে তার পুতুল। সেটির পাও একইভাবে রাখা।
জানা গেছে, জিকরার পা সারাতে প্রয়োজন ছিল প্লাস্টার ও ট্রাকশনের। কিন্তু ভয় আর ব্যথায় সে কিছুতেই পায়ে প্লাস্টার করতে দিচ্ছিলো না। তখন জিকরাকে ভোলাতে তার পুতুল ‘পরী’র পায়ে প্রথমে প্লাস্টার করে ট্রাকশন দেন চিকিৎসকেরা। পুতুলকে ওভাবে দেখে আশ্বস্ত হয়ে জিকরা পায়ে প্লাস্টার বাঁধতে দেয়।
জিকরার মা ফারিন জানিয়েছেন, ভাঙা পা সোজা না রাখলে তা কোনোদিন ঠিক হবে না বলে জানান চিকিৎসকরা। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমে সে থাকতে রাজি না হলেও, পরে চিকিৎসকদের বুদ্ধিতে সমস্যার সমাধান হয়।

Leave a Reply

Your email address will not be published.