প্রশান্তি ডেক্স॥ গণধর্ষণের শিকার এক গৃহবধূকে থানার ভেতরে ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনায় পাবনা সদর থানার ওসি ওবাইদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার বিকেলে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ওসি ওবাইদুলের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাহাপুর যশোদল গ্রামের এক গৃহবধূর সঙ্গে মোবাইল ফোনে পরকীয়ার সম্পর্ক ছিল একই গ্রামের রাসেল আহমেদ নামের এক যুবকের। গত ২৯ আগস্ট রাতে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন রাসেল ও তাঁর সহযোগীরা। এ ঘটনা মীমাংসার জন্য ওই গৃহবধূ স্থানীয় দাপুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ঘন্টুর অফিসে যান। সেখানে তিন দিন আটকে রেখে ঘন্টু ও তাঁর অন্য সহযোগীরা পালা করে ধর্ষণ করেন বলে ওই নারী অভিযোগে জানান। গত ৫ সেপ্টেম্বর ওই গৃহবধূ ঘন্টুর কাছ থেকে পালিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে গত ৬ সেপ্টেম্বর ওই গৃহবধূ থানায় অভিযোগ দেন। কিন্তু মামলা নথিভুক্ত না করে মীমাংসা করতে অভিযুক্ত যুবক রাসেলের সঙ্গে গৃহবধূকে বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ধর্ষণ মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় জেলা পুলিশ। পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সদর থানার ওসি ওবাইদুল হককে প্রত্যাহার এবং এসআই একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়। একই দিন মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে এ ঘটনায় আরো একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত রবিবার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটিতেও ওসি ওবাইদুলের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়। গতকাল বিকেলে সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, ওসি ওবাইদুলকে সাময়িক বরখাস্তের পর চট্টগ্রাম রেঞ্জে ন্যন্ত করা হয়েছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post