আপনাদের বিনয়ের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাপ্তাহিক প্রশান্তি তার একটি বছর পার করেছে এবং আপনাদের ভালবাসা সঙ্গে নিয়ে নতুন বছরে পথ চলার অঙ্গিকার নিয়ে এগিয়ে যাচ্ছে। আজ ২৪/১২/১৬ সংখ্যাটি প্রশান্তির ২ বর্ষের ১ সংখ্যা হিসেবে যাত্রা শুরু করবে এবং এর সঙ্গে বিশেষ সংখ্যা হিসেব থাকছে আরো নুতন ও পুরনো সংস্করণ এবং আপনাদের উৎসাহ, পরামর্শ এবং গুরুত্বপূর্ণ বাণীবহ।
আশা করি এই প্রশান্তি আপনাদের মনে প্রতি সপ্তাহে এক রাশ স্বর্গীয় প্রশান্তি বিলিয়ে যাচ্ছে। আমরা কথা দিচ্ছি আগামীতেও এই প্রশান্তির পরশ অব্যাহত থাকবে। এই প্রশান্তির কলেবর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ প্রশান্তির গ্রাহক সংখ্যা হয়েছে ২০ হাজারেরও বেশী। অনলাইনে রয়েছে অগনিত। আশা করি আপনাদের ভালবাসা অব্যাহত থাকলে প্রশান্তি এগিয়ে যাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং “যা সত্য যা উপযুক্ত যা সৎ যা খাঁটি যা সুন্দর যা সম্মান পাবার যোগ্য, মোট কথা যা ভাল এবং প্রশংসার যোগ্য সেই দিকে তোমরা মন দাও।” এই দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে।
আপনাদের প্রতি রইল অসংখ্য ও অফুরন্ত ভালবাসা। আমরা দু:খের সঙ্গে জানাচ্ছি যে সময় স্বল্পতার জন্য অগনিত বানী এবং লিখা এই বিশেষ সংখ্যা ছাপানো সম্ভব হয়নি। কিন্তু কথা দিচ্ছি আগামী সংখ্যায় ক্রমানুষারে প্রকাশিত হবে।
সকলকে প্রশান্তি পরিবারের পক্ষে থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সঙ্গে একটি বছর থাকার জন্য। আগামী বছরগুলোতেও এবারের ন্যায় আমাদের সঙ্গে থেকে পরামর্শ, উৎসাহ এবং উদ্দিপনা দিয়ে এগিয়ে নেবেন। এই পত্রিকা প্রকাশনার সঙ্গে যারা জড়িত, নিউজ সংগ্রহ, টাইপ, সাজানো, প্রিন্টিং এবং বিলি করাসহ অনলাইন প্রকাশনাসহ সার্বিক কাজে সহায়তাকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আল্লাহর দরবারে মোনাজাত ও শুকরিয়া আদায় করছি।
তাজুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক