কসবায় গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিশাল জনসভায় আইনমন্ত্রী আবরার হত্যাকারীদের বিচার অবশ্যই করা হবে

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন; বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীরা যে দলেরই হোক না কেনো, তারা যে পরিবেশ থেকে আসুকনা কেন, তাদের ব্যাকগ্রাউন্ড যতই ভালো হোকনা কেনো তাদেরকে আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার করা হবে। তিনি গতকাল মঙ্গলবার (৮অক্টোবর) জয়নগর-বিষ্ণাউড়ি দারুসুন্নাহ দাখিল মাদরাসা মাঠে গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন; শেখ হাসিনার নেতৃত্বে দেশে আইনের শাষন প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি’র সময় বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া ছিলো আইনের উপরে আর আইন ছিলো তাদের টেবিলের তলায়। বিএনপি’র অতীত হচ্ছে দুর্গন্ধের অতীত, তাদের অতীত অপরাধের ও অভিশাপের । তাদের মুখে উল্টাপাল্টা বুলি মানায়না।
গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা: মো.আবদুল কাদির ভূইয়ার সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন; উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভ’ইয়া বকুল, কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান এসএম মান্নান জাহাংগীর, গোপিনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.আকরাম খান, ঢাকাস্থ কসবা সমিতির সাংগঠনিক সম্পাদক আবু জামাল রাজিব, ফজলুর রহমান মেম্বার ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ভ’ইয়া। স্বাগত বক্তব্য রাখেন; গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.মিজানুর রহমান।
শিক্ষক মো.শফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন; উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মো.শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো:আফজাল হোসেন রিমন, গোপিনাথপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মো.শরিফুল ইসলাম, গোপিনাথপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো.আফছার উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মো.ফরিদ মেম্বার। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীগন সহ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ডা: মো.আবদুল কাদির ভূইয়াকে পুনরায় সভাপতি এবং মো. মিজানুর রহমানকে পুনরায় সাধারন সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.