ড: লুৎফর রহমান॥ এনজিওগ্রাফি, বেলুন এনজিওপ্লাস্টি, স্টেন্টিং প্রসিডিউর গুলো হৃদরোগ চিকিৎসায় ব্যবহৃত হয়। প্রসিডিউর গুলো নিরাপদে সম্পাদনের জন্য কিছু সাবধানতা প্রয়োজন। যেসব রোগীদের হৃদরোগের উপসর্গ বেশি থাকে যেমন, অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট, বুক ধড়পড় করা, হাপিয়ে উঠা, মধ্যরাতে বা শেষ রাতে কাশি হওয়া ইত্যাদি সেসব রোগীদের এনজিওগ্রাফি, বেলুন এনজিওপ্লাস্টি, স্টেন্টিং করার পূর্বে অবশ্যই ঊঈঐঙ, ঊঞঞ, ঊঈএ করে দেখে নিতে হবে হার্ট দুর্বল বা অন্য কোন জটিলতা আছে কিনা। দুর্বল হার্টের প্রসিডিউর গুলো চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টর ভয় থাকে ফলে আগে থেকে হার্টের স্ট্যাটাস জানা থাকলে সাবধানতা অবলম্বন করা যায়। সেই সাথে ঈধঃয খধন -এ রোগীকে প্রবেশ করানোর পূর্বে সকল সরঞ্জাম প্রস্তুত ও পরীক্ষা করা, প্রসিডিউর পরিচালনার টিম এবং অ্যানেস্থেটিস্ট এর সর্বক্ষণ উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন যাতে যেকোন অপ্রত্যাশিত অবস্থার মোকাবেলা করা যায়। জটিলতা বেশি থাকলে প্রসিডিউর চলাকালীন একজন ব্যাকআপ সার্জন সাথে রাখা ভালো। হৃদরোগ ধরা পরলে রোগীর কমপক্ষে দুজন ডাক্তার; একজন কার্ডিয়াক সার্জন ও একজন কার্ডিওলজিস্ট এর সাথে পরামর্শ করে চিকিৎসা গ্রহন করা উত্তম।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post