জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার মামলা

প্রশান্তি ডেক্স ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বহুল আলোচিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে গত সোমবার (২১ অক্টোবর) দুদক, সজেকা ঢাকা-১ এ মামলা (মামলা নম্বর ১০) দায়ের করেন।দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের হয়।দুদকের দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম কে মেসার্স জিকে বিল্ডার্স সবুজবাগ ঢাকা স্বত্বাধিকারী ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অভিযোগের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয় পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে অবৈধ উপায়ে বহির্ভূত এর সাথে অসংগতিপূর্ণভাবে ২৯৭ কটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার অর্জনপূর্বক ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।খালিদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের মামলা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধেও ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Leave a Reply

Your email address will not be published.