প্রশান্তি ডেক্স ॥ দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় অনেক নেতা কর্মীকে এ নিয়ে হা-হুতাশ করতে শোনা যেত এতদিন। কিন্তু এবার সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে তাদের মধ্য উৎসাহ উদ্দিপনা । এত দিন যে সকল পদ প্রত্যাশী সংগঠনে কোনাঠাসা ছিলেন এখন তাদেরও মাঠে দেখা যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে আলোচনায় এখন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বরা। নেতৃত্বের পালাবদল ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে পদপ্রত্যাশীদের দৌড় ঝাঁপ। সবাই নিজ নিজ জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। সাত বছর পর আগামী ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন। কেন্দ্রীয় সম্মেলনের পাশাপাশি প্রায় এক যুগ পর সংগঠনের গুরুত্বপূর্ণ দুটি ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ও ১২ নভেম্বর। নেতৃত্বের পালাবদল ঘিরে পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপও শুরু হয়ে গেছে।
আসন্ন সম্মেলনকে ঘিরে এরই মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদের জন্য আলোচনা আছেন বেশ কয়েকজন প্রার্থী। সভাপতি প্রার্থী হিসেবে দৌড়ে যারা এগিয়ে আছেন আবুল কালাম আজাদ হাওলাদার তিনি বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন, আরো এগিয়ে আছেন মুস্তাফিজুর রহমান ইরান তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। সভাপতি পদে আরো এগিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান রিপন। এছাড়া আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে যারা আছেন শেখ আনিসুজ্জামান রানা। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন।এছাড়া এই দৌড়ে আরো এগিয়ে আছেন মো: আসাদুজ্জামান আসাদ। তিনিও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। পাশাপাশি সাধারণ সম্পাদক হিসেবে আরো নাম শোনা যাচ্ছে খন্দকার সোহাগের। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।