আন্তর্জাতিক ডেক্স॥ পাকিস্তানের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনে আগুন লেগে প্রাণ গেছে অন্তত ৬২ আরোহীর। দগ্ধ ও আহত হয়েছে আরও অনেকে। গত বৃহস্পতিবার করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম এক্সপ্রেসে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। রহিম ইয়ার খান শহরে এ দুর্ঘটনায় আগুনে পুড়ে ছাই হয় ট্রেনের তিনটি বগি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে চলছে উদ্ধার তৎপরতা। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলেও শঙ্কা রয়েছে। জানা গেছে, বিস্ফোরণে আতঙ্কিত হয়ে যারা চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছে, উদ্ধারকৃত মরদেহের বেশিরভাগই তাদের। পুরোনো ও দুর্বল অবকাঠামো আর রক্ষণাবেক্ষণের অভাবে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে থাকে পাকিস্তানে।
কর্তপক্ষ একটি ঘটনা থেকে শিক্ষা নিয়ে আরেক ঘটনার স্বীকার হতে রক্ষার ব্যবস্থা করতে পারে কিন্তু চলমান ঘটনাদৃষ্টে এমনটিই মনে হয় যে, কর্তৃপক্ষের উদাসিনতাই জীবন হানীর মূল কারণ। মানুষের জীবন নিয়ে অবহেলা করা কোন সরকারের বা সরকারী সেবা সংস্থার কাম্য হতে পারে না। রাষ্ট্রের জনগণের জান মালের নিরাপত্তা বিধান করা যেখানে রাষ্ট্রের দায়িত্ব সেখানে জান মালের ক্ষতি বা ঝুকি বৃদ্ধি করা কাম্য হতে পারে না। সভ্যতার এই চরম বিপর্যয়ে আমরা মর্মাহত।