নানা আয়োজনে কসবায় জাতীয় যুব দিবস পালিত

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ “দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শুক্রবার (১ নভেম্বর) কসবা উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, গাছের চারা বিতরণ ও সফল যুবকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাছিনুর রহমান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাজেদুর রহমান ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মো. সফিকুর রহমান নিতু। অনুষ্ঠানে যুব প্রশিক্ষণার্থীগণসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.