ড: লুৎফর রহমান॥ যখন হার্টের অপারেশন করা হয় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল অপারেশন যাতে উৎকৃষ্ট মানের হয়। হার্টের অপারেশন মুলত রিপেয়ার অপারেশন যেমন, বাইপাস সার্জারি একটি রিপেয়ার, হৃদযন্ত্রের ভাল্ব রিপেয়ার, জন্মগত ত্রুটি রিপেয়ার, হৃদযন্ত্রের প্রাচীর রিপেয়ার। যে কোন রিপেয়ার অপারেশন একজন দক্ষ সার্জনের হাতে করানো উচিত অন্যথায় ফলাফল ভাল হয়না। বাইপাস সার্জারির ক্ষেত্রে সাধারনত একটি ধমনী ও একটি শিরা ব্যবহার করে করা হয়। তবে সবচেয়ে উত্তম পন্থা হল দুটিই ধমনী ব্যবহার করে অপারেশন করা। হৃদরোগী, রোগীর পরিবার ও চিকিৎসকদের প্রতি আমার পরামর্শ হল দীর্ঘমেয়াদী সুফল পাওয়ার জন্য দুটি ধমনী ব্যবহার করে বাইসাপ সার্জারির কোন বিকল্প নেই। যে বিষয়টি আরও মনে রাখা প্রয়োজন তা হচ্ছে বুকের দুপাশে যে দুটি ধমনী আছে যে গুলো ব্যবহার করে বাইপাস সার্জারি হল প্লাটিনাম স্ট্যান্ডার্ড বাইপাস সার্জারি একে খওগঅ-জওগঅ ণ (অৎঃবৎরধষ ঐবধৎঃ ইুঢ়ধংং) ও বলা হয়। খওগঅ-জওগঅ ণ বা বুকের দুপাশে দুটি ধমনী বা প্লাটিনাম বাইপাস সার্জারির অনেক সুবিধা রয়েছে যেমন, এই বাইপাস সার্জারির কসমেটিক ভ্যালু অনেক বেশি কেননা এতে হাত বা পা হতে কোন রক্তনালী নেয়া হয়না ফলে হাতে বা পায়ে কাটার কোন দাগ থাকে না। এছাড়া আরও একটি উল্লেখযোগ্য সুবিধা হল বুকের এই রক্তনালীগুলো কখনই ক্যালসিফাইড হবেনা। এই প্লাটিনাম বাইপাস সার্জারির গুণগত মানও কমে যেতে পারে অপারেশন একজন দক্ষ সার্জনের দ্বারা না করা হলে। কারন প্লাটিনাম বাইপাস সার্জারিতে অৎঃবৎু ঐধৎাবংঃ বা রক্তনালী তোলার কাজটি একজন দক্ষ সার্জনের হাতে করা না হলে অনেক ত্রুটি হওয়ার সুযোগ থেকে যায়। অৎঃবৎু ঐধৎাবংঃ প্রক্রিয়া ত্রুটি পূর্ণ হলে প্লাটিনাম বাইপাস সার্জারির গুণগত মান ও দীর্ঘমেয়াদী ফলাফল কমে যায়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post