বিপিএলের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধন হবে এবার!

প্রশান্তি ডেক্স॥ প্রথমে ঠিক হয়েছিল, ৩ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন হবে আর আসর শুরু হবে ৬ ডিসেম্বর। আপাতত সেটা হচ্ছে না। পাঁচদিন পিছিয়েছে বিপিএলের সপ্তম আসর। গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ৩ ডিসেম্বরের পরিবর্তে সপ্তম বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। আর টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএলের উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রধানমন্ত্রী সেই অনুরোধে রাজি হয়েছেন। বিপিএলের দিনক্ষণ পেছানোর কারণে পিছিয়েছে প্লেয়ার্স ড্রাফটের সময়ও। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা ছিল চলতি মাসের ১২ তারিখ। সেটা পিছিয়ে অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর। এ প্রসঙ্গে নাজমুল হাসান পাপন বলেন, ‘আগে আমাদের খেলাটা শুরু হওয়ার কথা ছিল ৬ ডিসেম্বর। কিন্তু আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠান করব বলে ঠিক করেছি। সেটা কবে করব এ ব্যাপারে একটু চিন্তায় ছিলাম। আগেও বলেছিলাম এবারের বিপিএল একটু পিছিয়ে যেতে পারে। ৮ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধু বিপিএল’ উদ্বোধন করার জন্য আমাদের সম্মতি দিয়েছেন। উনি উদ্বোধন করবেন। এটা আমাদের জন্য বড় পাওয়া। স্বাভাবিকভাবেই চার-পাঁচ দিন পেছানোর কথা।’ বিসিবির অর্থায়নে হবে আসন্ন বিপিএল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। তাই এবারের বিপিএলে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করবেন বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নামে হচ্ছে তাই এবারের বিপিএল খুবই জাঁকজমকপূর্ণ হবে। আমরা আশা করছি আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অনুষ্ঠান হবে।’ তিনি আরো বলেন, ‘বিপিএলে সাতটি দল ছিল, সাতটি দলই খেলবে। আমরা এরই মধ্যে পাঁচটি স্পন্সর পেয়েছি। আরও দুটি খালি আছে। আমরা একটু অপেক্ষা করছি। হয়তো এই দুটি নিজেদের তত্ত্বাবধানে চলবে। অবশ্য তা এখনো ঠিক হয়নি।’

Leave a Reply

Your email address will not be published.