ঘূর্ণিঝড় বুলবুল’র জেরে বাড়ল পিয়াজের ঝাঁজ, কেজি ২০০ টাকা

প্রশান্তি ডেক্স ॥ বাজারে পিয়াজের দাম উঠে গেছে প্রতিকেজি ১৭০ থেকে ২০০ টাকায়। গত বুধবার ঢাকার পাড়া-মহল্লার বাজার ও মুদি দোকানগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ১৭০ টাকা থেকে ২০০ টাকায় বিক্রি হয়েছে, কোথাও কোথাও ২১০ টাকাও দাম চাওয়া হচ্ছে। জানা গেছে, সর্বশেষ পিয়াজের দাম বেড়েছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। গত শনিবার বুলবুল আঘাত হানার একদিন আগে থেকে নতুন করে বাড়তে থাকে দাম। তার আগে খুচরায় পিয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। ঢাকায় পিয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও পিয়াজের সরবরাহে টান পড়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল বিকালে মিরপুরের পীরেরবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, দেশি ক্রস জাতের পিয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এর থেকে বাছাই করা তুলনামূলক ভালো মানের পিয়াজের দাম চাওয়া হচ্ছিল প্রতিকেজি ২১০ টাকা। মুদি দোকানি মুরাদ হোসেন জানান, গত মঙ্গলবার মিরপুর-১ নম্বরের পাইকারি বাজার থেকে প্রতি কেজি ১৭৫ টাকা দরে পিয়াজ কিনে এনেছেন তিনি। এর সঙ্গে পরিবহন ব্যয় যোগ করে এখন তিনি প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি করছেন। দুপুরে মগবাজারের পেয়ারাবাগের সবজির দোকানে পিয়াজের দাম জিজ্ঞেস করে জবাব শুনে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় কয়েকজনকে। সেখানকার এক দোকানে কেজি চাওয়া হচ্ছিল ২০০ টাকা, অপরটিতে ২১০ টাকা।
রনি নামের সেখানকার এক দোকানি বলেন, সকালে কারওয়ানবাজারে গিয়ে দেখেন পিয়াজের দাম আগের দিনের চেয়ে পাল্লায় (৫ কেজি) প্রায় ১০০ টাকার মতো বেশি। ২০০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি করা এই তরুণ জানান, তার পিয়াজটা তুলনামূলক কম দামের। গত মঙ্গলবার ৬৮০ টাকায় এক পাল্লা পাওয়া গিয়েছিল, সেখানে এদিন লেগেছে ৯৫০ টাকা। আর ভালো মানের পিয়াজের পাল্লা ১০০০ টাকা থেকে ১০১০ টাকায় উঠেছে।

Leave a Reply

Your email address will not be published.