সন্তানের শিক্ষার মানোন্নয়নকল্পে, একাকিত্বের এমনকি নি:সঙ্গতার অবসানে মমিম স্মৃতি একাডেমী এবং ডে কেয়ার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার প্রয়োজনে আধুনিক এবং মানসম্পন্ন শিক্ষার ব্যবস্থা এমনকি বাচ্ছার বন্ধুত্বসূলব সাবলিব বিজ্ঞানভিত্তিক সহচর্য্য ও উপযুক্ত যোগানের মাধ্যমে ডে -কেয়ারের ব্যবস্থায় রয়েছে মার্তৃসুলভ ভালবাসা মিশ্রীত শিক্ষার স্পর্শ। তাই আপনি নি:চিন্তে এবং নির্ভার মনে সন্তানের দায়িত্ব দিতে পারেন মমিন স্মৃতি একাডেমী ও ডে কেয়ারে।
বিস্তারিত জানতে নীচে দেখুন।
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম
আমরা আপনাদের প্রতি গভীর আন্তরিকতা ও শ্রদ্ধা থেকে উপলব্ধি করেছি যে, একজন সচেতন অভিভাবক তাঁর কোমলমতি শিশুর মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি মেধা বিকাশের জন্য অত্যন্ত উদ্বিগ্ন থাকেন। এছাড়াও একজন চাকুরিজীবি মা এবং বাবা তাঁর সন্তানকে স্কুলে পাঠিয়ে কর্মস্থলে নানাবিধ দুশ্চিন্তার সম্মুখিন হন। কেননা আজ যে শিশু আপনার হাত ধরে পথ চলা শুরু করেছে, তার সে পথ আপনি সচেতন অভিভাবক হিসেবে কতটুকু সুস্থ্য, সুন্দর এবং নিরাপদ করতে পেরেছেন তা আপনার শিশুর আগামী সম্বাবনা থেকে স্পষ্ট হবে। সময়ের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান আজ অগণিত। কিন্তু আন্তর্জাতিক মান সম্পন্ন একটি সুস্থ্য সুন্দর স্কুল ক্যাম্পাসই পারে আধুনিক প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আপনার সন্তানের শারীরিক, মানসিক ও মেধা বিকাশের জন্য প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতে। তাই শহীদ কামরুল ইসলাম মমিম স্মৃতি একাডেমি আপনার সন্তানের সুস্থ্য, সুন্দর ও আনন্দময় ভবিষ্যৎ গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ।
শাহানা রূমী
সহকারী অধ্যক্ষ