ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোপা-আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করলেন উপজেলা প্রশাসন। বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ লটারির আয়োজন করা হয়। লটারির উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ১ হাজার ৭৮৮ জন নিবন্ধিত কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫শত ৬১ কৃষক নির্বাচিত করা হয়। সরকারী নির্দেশনা মোতাবেক এই ৫শ ৬১জন কৃষকের কাছ থেকে ১ হাজার ৫১টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারত করেছেন উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিস।
লটারির মাধ্যমে কৃষক নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা মো.আনোয়ার হোসেন, কাইমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী, মেহারী ইউপি চেয়ারম্যান মো.আলম মিয়া ও বিনাউটি ইউপি প্যানেল চেয়ারম্যান মো.বাচ্চু মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।