প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ ভারতের লোকসভায় সোমবার (০৯ ডিসেম্বর) বহুল আলোচিত-সমালোচিত মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়েছে। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তা নিয়ে প্রবল আপত্তি জানান মুসলমান সংসদ সদস্যরা। বিশেষভাবে আপত্তি তুলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তিহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি লোকসভার অধিবেশন চলাকালেই মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান। এই বিলটিকে ভারত ভাগের ষড়যন্ত্র বলে মন্তব্য করে তিনি বলেন, এই আইন দেশের সংবিধান পরিপন্থি। এর ফলে দেশ ধর্মের ভিত্তিতে পৃথক হয়ে যাবে। আর মুসলমানরা হারাবে রাষ্ট্র। তিনি আরও বলেন, এই আইন ভারত থেকে মুসলমানদের বিতাড়িত করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। ক্ষমতাসীন বিজেপি সরকার এভাবে মুসলমানদের রাষ্ট্রহীন করতে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করছে। কথাটি বলেই নিজের হাতে থাকা নাগরিকত্ব সংশোধনী বিলের কপিটি ছিঁড়ে ফেলেন তিনি। ওই মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৪ ডিসেম্বর ভারতে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে একটি খসড়া বিলে অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে শরণার্থী হওয়া অমুসলিমদের নাগরিকত্ব দিতে এ বিলটি আনা হয়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post