ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল (২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার কসবা উপজেলার কুটি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ছাইদা বেগম’র বিদায় সংবর্ধনা, ও মেধাপুরস্কার অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। কুটি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সহিদুল হোসেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কুটি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু, সাবেক চেয়ারম্যান আবদুল কাদির, অমলেন্দু সাহা, হাজী মুন্সি মোতাহার হোসেন, শ্রী সুজিত কুমার রায়, এডভোকেট হুমায়ুন কবির সহ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন মেয়াদে পরিচালনা কমিটির সভাপতিগন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য এমএ মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, প্রবীন ব্যক্তিত্ব আবুল হাসেম, কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,জাকির হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য শামিম আহমেদ প্রমুখ।
বক্তাগন ছাইদা কামালের দীর্ঘ শিক্ষকতা জীবনের ভূঁয়সী প্রশংসা করে বলেন; ছাইদা কামালের নেতৃত্বে কুটি বালিকা বিদ্যালয়ের মাধ্যমে এলাকায় নারী শিক্ষার ব্যাপক উন্নতি হয়েছে। তাই কুটিবাসী ছাইদা কামালকে আজীবন মনে রাখবে। উল্লেখ্য ছাইদা কামাল খাড়েরা গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও খাদ্য বিভাগের কর্মকর্তা মরহুম গোলাম মোস্তফার সহধর্মীনী।