ব্রাহ্মণবাড়িয়া কসবা প্রেসক্লাবের অর্থসম্পাদক দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি অলিউল্লাহ সরকার অতুলের মাতা হোসনে আরা সরকার (৭০) বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোররাতে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নিজ গ্রাম চাপিয়া মাদরাসা মাঠে তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর নামাজে জানাজায় শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক অতুল সকলের কাছে তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করেন।