ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ গতকাল রবিবার (১ জানুয়ারি) কসবা উপজেলা প্রশাসনের উদ্যেগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঠ্য-পুস্তক উৎসব উদযাপিত হয়েছে। সকালে কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন; উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন : উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহমেদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন; কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার মো.জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম।
তা ছাড়া স্থানীয় সিডিসি স্কুল “আমরাই গড়বো, সূখী-সুন্দর বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বই উৎসব পালিত হয়েছে। সাংবাদিক অলিউল্লাহ সরকার অতুলের পরিচালনায়, সিডিসি’র প্রতিষ্ঠাতা পরিচালক ও কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, সিডিসি স্কুলের সমন্বয় কারী তাছলিমা আক্তার কাকলী, , সাংবাদিক রুবেল আহমেদ, সাংবাদিক ভজন শংকর আচার্য্য। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার ৪১৪ টি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে ৫ লাখ ৬৫ হাজার নতুন পাঠ্যবই নানা অনুষ্ঠানাদির মধ্য দিয়ে বিতরন করা হয়।