ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিনাউটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র মাতা মুক্তিযুদ্ধের সংগঠক রত্মগর্ভা জাহানারা হকের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন সহ ইউনিয়নের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো.ইকবাল হোসেন ভূইয়া’র সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মো.নজরুল ইসলাম চৌধূরী ও মো.শাহজাহান মিয়া, সৈয়দাবাদ আদর্শ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মো.আলমগীর হোসেন, আলহাজ¦ কাজী মমিনুল হক,মো.জামসেদ মিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো.আবদুর রহিম বাচ্চু মেম্বার, রঙ্গু মেম্বার, রবিন চোধূরী, মো.জামসেদ মিয়া, ছাত্রলীগ নেতা মো.শ্যামল সহ অন্যরা । দোয়া ও মিলাদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো.আবদুল হামিদ। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন উপস্থিত সকলের কাছে আইমন্ত্রীর মাতা জাহানারা হক যেন দ্রুত সুস্থ হয়ে তাদের নিকট দোয়া প্রার্থনা করেন এবং আইনমন্ত্রী আনিসুল হকের উপর অর্পিত রাষ্ট্রিয় দায়িত্ব যেন সম্মানের সহিত পালন করতে পারেন তাঁর জন্যও দোয়া কামনা করেন । অনুষ্ঠানে অত্র ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন রাউৎহাট বাজার মসজিদের ইমাম মাওলানা মো.মহিউদ্দিন।