আজ ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচন

প্রশান্তি ডেক্স॥ বরাবরের মত অভিযোগ ও অনুযোগের মাধ্যমেই শুরু হচ্ছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সাধারণ জনগণের সঙ্গে সর্বদলীয় মনোভাবও একসুত্রে গেঁথে উঠেছে পাশাপাশি বিদেশী মনোভাবের বহি:প্রকাশও বিস্ফোরিত হয়েছে। কিন্তু নানান মহলের নানান মত উপেক্ষা করে মানুষ একত্রিত হচ্ছে সুস্থ্য নির্বাচন উপভোগ করার জন্য। ভোট কেন্দ্র এবং ভোট এই দুইয়ের সমন্বয়েই জনগণের উপস্থিতির জানানে ফলাফল উদ্ভাসিত হবে জনতার জয়োল্লাসে। কিন্তু সেই জনগণ যেন কেন্দ্রবিমুখ না হয় এমনকি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানের কারিঘররা যেন তাদের কর্মকান্ডে সেই দৃশ্যমান অবস্থার বিরাজমান রাখেন সেই আশাই এখন সকলের। তবে এই নির্বাচনে একটি বিষয় স্পষ্ট যে, পোষ্টার এবং মাইকিং ও অনলাইন এবং টিভি লাইভ সবই প্রত্যক্ষ করেছে ঢাকার জনগণ কিন্তু জনবিস্ফোরন এখনো অনুপস্থিত। তবে মানুষের মনে নির্বাচনের আমেজ তৈরী ও ভোটকেন্দ্রে যাওয়ার উৎসাহ ও উদ্দিপনা সৃষ্টি এখন সময়ের ব্যাপার। আমরা চাই সুষ্ঠ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন ইতিহাসের পাতায় স্থান করে নিক। এই প্রথম হচ্ছে ইভিএম পদ্ধতির ভোট তাই এর জনপ্রীয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিকল্পে সকল কিছুই করা হউক।
প্রার্থীদের নানামুখি প্রতিশ্রুতি এখন ঢাকাবাসীর কাছে বিরুপ প্রতিচ্ছবি হিসেবে মুর্তিমান। তবে ভোট ও নির্বাচন হবে উন্নয়নের এবং সাম্য ও ঐক্যের মাধ্যমে স্থিতিশীলতার। এটাই এখন জনগনের চিন্তা ও চেতনার বহিপ্রকাশ। তাই প্রর্থীদের যোগ্যতা এবং সততা ও আন্তরিকতা এমনকি সেবার মনোভাব সবই বিচক্ষনতার সাথে জনগণের মনোস্পটে ভেসে উঠছে এবং আজ সেই আলোকেই এরই প্রতিফলন ভোটের মাধ্যমে জানান দিচ্ছে। আমরা এই নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থার এবং সরকারের সাফল্য একত্রে দেখতে চাই। আগামীর দৃষ্টান্ত হিসেবে এই নির্বাচনকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। জয় হউক বাংলার আকাশের উদীয়মান উদীত সূর্য্যরে এবং উন্নয়নের অগ্রযাত্রার অগ্রগামীতার।

Leave a Reply

Your email address will not be published.