প্রশান্তি ডেক্স॥ গত ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে একদিনের সফরে গিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়াাদিল্লির পেশায় রিক্সাচালক বাবা মেয়ের বিয়ের সময় এলাকার সাংসদকে নিমন্ত্রণ করেছিলেন। সাংসদ বিয়েতে আসতে পারেননি। গত ১৬ ফেব্রুয়ারি সাংসদ নিজে গিয়ে দেখা করলেন সেই ব্যক্তির সঙ্গে। সেই সাংসদ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে একদিনের সফরে গিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গল কিওযাত নামে পেশায়এক রিক্সাচালক তাঁর মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে ছিলেন মোদিকে। গত ১৬ ফেব্রুয়ারি বারাণসীতে গিয়েই মঙ্গলের খোঁজ নেন মোদি। এরপরেই তিনি মঙ্গলের সঙ্গে দেখা করেন। মঙ্গলকে বলেন, তিনি তাঁর মেয়ের বিয়েতে আসতে পারেননি। তাই দেখা করছেন। মঙ্গল ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ নেন মোদি। মঙ্গলকে ‘স্বচ্ছ ভারত’ মিশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। মঙ্গলের কথায়, ‘মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম। আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসি। গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির তরফে একটি শুভেচ্ছা বার্তা পাই। খুব খুশি হয়েছিলাম।’
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post