তাজুল ইসলাম॥ সরকার তার অঙ্গিকার পুরন করে যাচ্ছে। আর নতুন করে যুক্ত হচ্ছে সরকার এবং জনগণ। এই যৌথ সম্পৃক্ততাই জঙ্গিবাদ মুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মান হবে। সকল আগাছা মুক্ত হবে এবং কালিমা দুর হবে। কারণ এখন আনাচে-কানাচে লুকিয়ে বাঁচার আর সময় নেই। জনতার ঐক্যবদ্ধতাই সকল ভেদাবেদ ভুলে শান্তির সোনার বাংলা বিনির্মান করবে। এখনো যারা বিভিন্ন মত ও পথের অনুসারী আসুন একসঙ্গে কাজ করি জঞ্জালমুক্ত বাংলাদেশ গড়ি।