প্রশান্তি ডেক্স॥ বাগেরহাট-৪ সংসদীয় (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনের উপনির্বাচনে বিএনপি এবং জাতীয় পাটির (জাপা) মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সভাকক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী ঋণখেলাপির দায়ে বিএনপি মনোনীত কাজী খায়রুজ্জামান শিপন এবং জাতীয় পার্টি মনোনীত সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। এখন এই আসনে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। রিটার্নিং অফিসার ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি মনোনীত তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বাছাই শেষে ঋণখেলাপির দায়ে বিএনপি এবং জাতীয় পাটির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখন এই আসনে একমাত্র বৈধ প্রার্থী আওয়ামী লীগের আমিরুল আলম মিলন। এ বিষয়ে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জানান, প্রার্থিতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ২৯ ফেব্রুয়ারি। ১ মার্চ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ার কথা। আর ভোটগ্রহণের জন্য ২১ মার্চ নির্ধারিত রয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯৭ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৪৮৬ জন এবং নারী ভোটার এক লাখ ৪৮ হাজার ৯৪৮ জন। গত ১০ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন মারা গেলে এই আসনটি শূন্য হয়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post