প্রশান্তি ডেক্স॥ মহান আল্লাহ তায়ালার দরবারে করোনা ভাইরাস প্রকোপ থেকে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে গত শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশন এর আহবানে।
গত বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।