প্রশান্তি ডেক্স॥ রাজধানীর আগারগাঁও তালতলা মোড়ে এক ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করার সময় বাসচাপায় কাফরুল থানার একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের নাম জাহাঙ্গীর আলম। তার লাশ ময়নাতদন্তের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গত বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহঙ্গীর আলমের গ্রামের বাড়ি পাবনার সাথিয়া এলাকায়। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। এএসআই জাহাঙ্গীর আলম এক সন্তানের বাবা ছিলেন। কাফরুল থানার ডিউটি অফিসার এসআই শহীদুর রহমান বলেন, এএসআই জাহাঙ্গীর আলম কাফরুল থানার ছিনতাই প্রতিরোধ টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগারগাঁও তালতলা মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এএসআই জাহাঙ্গীর তাদের ধাওয়া করেন। এসময় আলিফ পরিবহনের একটি মিনিবাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাসটি আটক করা হয়েছে। শহীদুর রহমান আরও বলেন, এএসআই জাহাঙ্গীর আলম বিকেল চারটা থেকে দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে একজন কনস্টেবল ছিল। ছিনতাইকারী পথচারী ও বাসের যাত্রীদের টার্গেট করে ছিনতাই করছিলো। তারা গ্রুপে আরও কয়েকজন থাকতে পারে। ওই এলাকায় পুলিশের অভিযান চলছে। বাসচালক কিংবা ছিনতাইকারী কাউকে ধরা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। জাহাঙ্গীর আলমের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সোহরাওয়ার্দীর মর্গে ডিএমপির মিরপুর বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন বলে জানান এসআই শহীদুর রহমান। প র্বপশ্চিমবডি
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post