আরাধনা

সাবেকুন নাহার মুক্তা

আলোর ছটা, নূরের জ্যোতি,
জগৎ স্রষ্টা, বিশ্ব পতি ।
মঙ্গল কর, করুনা কামী ,
শ্রেষ্ঠ প্রেমি, খোদা তুমি ।
ঠুনকো জীবন, শুধু মরীচিকা ,
দম্ভ দাপট, তুচ্ছ অহমিকা ।
স্বার্থের ছন্দ, লালসায় অন্ধ,
ভাল আর মন্দ, মানুষিক ধন্দ ।
কাটাও আধার, ঘটাও প্রভাত,
ঘুচাও গ্লানি, মুছাও অশ্রুপাত।
যন্ত্রণা অবসান, প্রণয় উত্থান,
মর্মে মর্মে জাগাও তব শান।
অনন্ত অন্তর্বতী, অন্তদহন,
রুখ রুখ হে অন্তর্যামী।
তাপি নতজানু তব চরণে,
শান্তি সঞ্চার হোক প্রাণে।
অনুগ্রহ, দয়া, ক্ষমার মূর্ছনা ,
প্রেমিপ্রভু, না কর বঞ্চনা ।
আলোর পথে, সরল জীবন
শীতল কর তৃষ্ণার্ত মন।

Leave a Reply

Your email address will not be published.