গায়ে হাত দিলেন প্রধানমন্ত্রী, ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করলেন মন্ত্রী

প্রশান্তি আন্তর্জাতিক ডেক্স ॥ পাকিস্তানের সাবেক মন্ত্রী রহমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন মার্কিন সাংবাদিক তথা ব্লগার সিন্থিয়া ডি রিচি। সিন্থিয়ার অভিযোগ, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তাকে ধর্ষণ করেন রহমান মালিক। আর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তার গায়ে হাত দেন। নিরপেক্ষ তদন্ত হলে তিনি সব তথ্য-প্রমাণ তুলে ধরতে পারবেন বলেও জানিয়েছেন। যদিও সিন্থিয়ার এমন মারাত্মক অভিযোগ তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছেন রহমান মালিক ও ইউসুফ রাজা গিলানি। গেল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে সিন্থিয়া বলেন, ‘২০১১ সালের ঘটনা। পাকিস্তানের তৎকালীন অভ্যন্তরীণবিষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। আমি আবারও বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন।’ ফেসবুক লাইভে ওই মার্কিন সাংবাদিক বলেন, ‘২০১১ সালে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের বিরুদ্ধে অ্যাবোটাবাদের একটি অভিযান চালায় মার্কিন সেনারা। তাতে লাদেনের মৃত্যু হয়। তখন ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের সঙ্গে দেখা করতে তার বাসভবনে যাই। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে মালিক আমাকে ধর্ষণ করেন। তখন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকার ক্ষমতায় ছিল। সেখানে আমাকে কেউ তখন সাহায্য করবেনা ভেবেই তখন এ নিয়ে আমি চুপ ছিলাম।’ সিন্থিয়ার দাবি, ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সাবেক মন্ত্রী সাহাবুদ্দিন যৌনতাপূর্ণ ভঙ্গিতে তার গায়ে হাত তোলেন। ২০১১ সালে ওই ঘটনার সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলি জারদারি। সিন্থিয়া এর আগে জারদারির স্ত্রী তথা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আপত্তিকর মন্তব্য করেছিলেন।

এদিকে ধর্ষণ নিয়ে প্রকাশ্যে এমন তথ্য ফাঁস করায় জারদারি পরিবার ও পিপিপি সিন্থয়ার পরিবারকে হুমকি ও তাকে হেনস্থার হুমকি দিচ্ছে বলেও দাবি তার। পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, সম্প্রতি পাকিস্তানের এক নাগরিকের সঙ্গে সিন্থিয়ার বাগদান হয়েছে। হবু স্বামীই ‘সত্য’ প্রকাশে সিন্থিয়াকে সাহস জোগাচ্ছেন। এরইমধ্যে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে শনিবার রহমান মালিকের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, রহমান মালিক এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চান না। কিন্তু তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এসব অভিযোগের কোনও সত্যতা নেই। রহমান মালিকের ভাবমূতি ক্ষুণ্ন করতেই বিশেষ ব্যক্তি ও সংগঠনের নির্দেশে সিন্থিয়া এমন গর্হিত কাজ করছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে গায়ে হাত তোলা নিয়ে সিন্থিয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও। ২০০৯ সালে পর্যটক হিসেবে প্রথমবার পাকিস্তানে পা রাখার পর অল্পদিনের মধ্যেই দেশটির শীর্ষ রাজনৈতিক অঙ্গনে উঠাবসা শুরু হয়েছিল সিন্থিয়ার।

Leave a Reply

Your email address will not be published.