করোনা সংকটে সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ ও আর্থিক সহায়তা অব্যাহত রেখেছে সরকার

বাআ ॥  করোনা পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে প্রায় দেড় কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১ জুন পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১১ হাজার ১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৭১ হাজার ৭৮১ মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবার সংখ্যা প্রায় দেড় কোটি।

শিশুখাদ্যসহ অন্যান্য সামগ্রী ক্রয়ের জন্য নগদ বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ১২৩ কোটি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৯৫ কোটি ৮৪ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৮০ কোটি ৭৪ লাখ টাকা। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ১৪ লাখ এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ছয় লাখ ৯০ হাজার ৯৪৬টি এবং উপকারভোগী লোকসংখ্যা ১৪ লাখ ৪৯ হাজার ২০১ জন।

Leave a Reply

Your email address will not be published.