নকল স্যানিটাইজার বিক্রি, দুই ব্যবসায়ীকে জেল

প্রশান্তি ডেক্স ॥ বরিশালে নকল হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষাসামগ্রী বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে গত সোমবার (২২ জুন) সকালে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান এবং রূম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন, পটুয়াখালীর সজল জমাদ্দার ওরফে রাজিব ও ঢাকার মোস্তফা কামাল (৩০)। তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

জেলা প্রশাসন সূত্র জানায়, সাজাপ্রাপ্তরা রাজধানী ঢাকার মিডফোর্ড এলাকার মো. রাকিব নামের এক ব্যক্তির সহায়তায় লঞ্চ এবং কুরিয়ার সার্ভিসে এসব নকল সুরক্ষাসামগ্রী এনে বরিশালে বাজারজাত করতো।

গত সোমবার সকালে শহরের গির্জা মহল্লাসহ আশপাশ এলাকায় বিক্রিকালে তাদের আটক এবং লক্ষাধিক টাকার নকল হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষসামগ্রী উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে উভয় ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ২ জন পথচারীর নিকট থেকে ২৬ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এই অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেয়।

Leave a Reply

Your email address will not be published.