তথ্যসচিব কারোনাভাইরাসে আক্রান্ত

প্রশান্তি ডেক্স॥ বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার একান্ত সচিব মোহাম্মদ এনামুল আহসান গত বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, “গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। এমনিতে কোনো উপসর্গ ছিল না।”
সংক্রমণ ধরা পড়ায় বাড়িতে আইসোলেশনে আছেন তথ্য সচিব কামরুন নাহার। তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম ‘এখন পর্যন্ত সুস্থ আছেন’ বলে জানিয়েছেন তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম। তিনি বলেন, “কিছুদিন আগে স্যারের করোনা পরীক্ষা করা হয়, রিপোর্ট নেগেটিভ এসেছে। ম্যাডামের পজিটিভ রিপোর্ট আসায় আবারও তার পরীক্ষা করানো হবে।” তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।


আপা আমার খুবই প্রীয় এবং খুবই অমায়িক চরিত্রের অধিকারী। আপাকে অনেক দিন থেকে চিনি ও জানি। তাই এই খবরটি শোনার পর খুবই খারাপ লাগছে যে, আপার করোনা হয়েছে; তবে দোয়া করি এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি কোন সমস্যা হবে না এবং খুব তারাতাড়িই আপা সুস্থ্য হয়ে যাবেন। দোয়া করি যেন আপা সকলকে সাহস যোগাতে পারেন। মনে সাহস রাখেন এবং নিয়মিত লেবু, আদা, লবঙ্গ, দারুচিনি, এলাচ পানিতে সিদ্ধ করে ভাপ নিবেন এবং পানিটা খাবেন এটাই করোনার মহৌষধ। যদি জ্বর কাশি বা সর্দি হয় অথবা গায়ে ব্যাথা থাকে তাহলে নাপা র‌্যাপিড খাবেন, বেশী কফ বা কাশ হলে ওকফ সিরাপ খাবেন। এতেই সম্পূর্ণ সুস্থ্য। সবচেয়ে বড় কথা মানুষের দোয়া ও ভালবাসা। আপনি নিশ্চিত সুস্থ্য থাকবেন এবং শয়তানের কোন আক্রমণই আপনাকে কোন ক্ষতি করতে পারবে না এটা আল্লাহর তরফ থেকে প্রকাশিত গ্যারান্টি ও নিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published.