মাঝ আকাশে ২ বিমানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণে বেঁচে নেই কেউই

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥    যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষের পর উত্তর ইডাহো এলাকার একটি লেকের ওপর ভেঙে পড়েছে দুটি বিমান।

ধারণা করা হচ্ছে, দুর্ঘটনায় বিমান দুটি থাকা ৮ জন আরোহীই নিহত হয়েছেন।

বার্তা সংস্থা সিএনএন জানায়, গত রোববার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কোউর ডি’এলিন লেকে বিমান দুটি ভেঙে পড়ে।

পানিতে ডুবে যাওয়ার আগে দুজনের লাশ উদ্ধার করা হয়। এখনও ৬ জন নিখোঁজ রয়েছন। লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে। তবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা, দুই বিমানের কেউই বেঁচে নেই।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার আগে মাটি থেকে প্রায় ৮০০ ফুট ওপরে উড়ছিল দুটি বিমান। হঠাৎ মুখোমুখি সংঘর্ষে একটি বিমানের কেবিনের ভেতরে ঢুকে যায় আরেকটির ডানা। ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায়।

Leave a Reply

Your email address will not be published.