কসবা সীমান্তের শুন্যরেখায় ৭জন শিশু সহ ১২জন নারী-পুরুষের মানবেতর জীবন যাপন পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবা সীমান্ত দিয়ে ৭ জন শিশুসহ ১২ জন নারী-পুরুষের বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র বাধাঁর মুখে গত ৩দিন ধরে সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমানায় অবস্থান করছেন ওই সকল নারী-পুরুষরা। অনাহার ও অর্ধাহারে তাদের মানবিক বিপর্যয় ঘটেছে বলে ভারতীয় নাগরিক জাকির হোসেন টেলিফোনে বাংলাদেশের সাংবাদিকদের জানায়।
এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় দু‘দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও তথ্য প্রমানের অভাবে কোন দেশের নাগরিক বুঝা যাচ্ছেনা। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সমাধানের লক্ষ্যে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতেৃত্ব দেন বিজিবির কসবার কোম্পানী কমান্ডার সুবেদার করিম উদ্দিন প্রধান এবং ভারতের বিএসএফের পক্ষ নেতৃত্ব দেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক প্রবেশ কুমার।


বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা পৌর শহরের হাকর এলাকার ভারত সীমান্তের ২০৩৯/১২ এস পিলারের নিকট দিয়ে গত শনিবার সন্ধ্যায় ৭জন শিশুসহ ১২জন নারী-পুরুষ কাঁটা তারের বেড়া পার করে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে বিএসএফ। এ সময় টহলরত বিজিবি বাঁধা দেয়। এ নিয়ে গত শনিবার সন্ধায় ওই এলাকায় বিজিবির কোম্পানী কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। বৈঠক বলা হয়েছে, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন চলছে। কাউকে বাংলাদেশে পুশইন করা যাবে না।
ওই বৈঠকের পরও ১২জন নারী-পুরুষকে সীমান্তের শূণ্য রেখায় ভারতীয় এলাকায় সোমবার (১৩জুলাই) এরিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান করতে দেখাগেছে।
অপরদিকে তাদেরকে সীমান্তের অন্য কোন এলাকা দিয়ে যেন পুশইন করতে না পারে এজন্য পুরো সীমান্ত এলাকায় বিজিবি টহল আরো জোরদার করা হয়েছে। এদিকে এই ১২জন নারী-পুরুষকে বাংলাদেশের বেদে পরিবারের সদস্য বলে দাবী করেছে তাদের আত্মীয়স্বজনরা। সকাল ১১টার দিকে ১০-১২জন বেদে মহিলা-পুরুষ কসবা বিজিবি ক্যাম্পের সামনে অবস্থান করতে দেখা যায়। বিজিবি তাদের তাড়িয়ে দিলে এরা স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন। দেলোয়ার হোসেন (৪০), মঙ্গল মিয়া (৫০) নামক দুই বেদে সরদার জানায়, তারা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের অধিবাসী। কেউ কেউ ঢাকার সাভারের কাঞ্চনপুর এলাকার অধিবাসী।
বেদে সরদারগণ জানান, বাংলাদেশ-ভারতের শুন্যরেখায় আটক শিশু, নারী-পুরুষরা তাদের আত্মীয় এবং পরিবার পরিজন। গত ৩ মাস পূর্বে এরা একটি শিশুর চিকিৎসা করতে এবং তাদের পেশাগত কাজ করতে বৈধভাবে ত্রিপুরায় পাড়িজমায়। সেখানে যাওয়ার পর এরা লকডাউন আটকা পড়লে বিএসএফ তাদের পুশইন করতে নিয়ে আসে। পরে এসকল বেদেরা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সংগে দেখা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম সাংবাদিকদের জানান, বেদেসম্প্রদায়ের কিছু লোক আমার কাছে এসেছিলো। আটকেপড়া বেদেরা যদি চান্দিনার বাসিন্দা হয়, তাহলে সেখানকার নির্বাহী অফিসার এবং চেয়ারম্যানের প্রত্যায়নপত্র নিয়ে এলে তিনি জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানাবেন।
বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্ণেল এস এম মেহেদী হাসান বলেন, আটকেপরা মানুষগুলোর সঠিক পরিচয় পাওয়া যায়নি। তাই তারা বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।এঘটনা নিয়ে এলাকায় বিএসএফ বিজিবি স্ব স্ব সীমানায় টহল জোরদার করেছে। এসকল ভাসমান মানুষগুলোর ভাগ্যে কি ঘটবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published.