প্রেসিডেন্ট হলে প্রথমেই ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা তুলে নেব

প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিনেই মুসলিমদের ওপরে আরোপ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন। গত সোমবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের মুসলিম নেতাদের আয়োজিত সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্পের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বাইডেন বলেন, ‘মুসলিম আমেরিকান ভয়েজেস ম্যাটার।’ অর্থাৎ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গে সুর মেলাতে বাইডেন এমন কথা বলেন। মুসলিম কমিউনিটির মানুষেরাই ট্রাম্পের হেনস্তার প্রথম শিকার বলে মন্তব্য করে বাইডেন বলেন, চার বছর ধরে মুসলিমরা নানা ধরনের অত্যাচারের শিকার হচ্ছেন। ২০১৭ সালে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশে ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর ৯০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে এই সাত দেশের অনেক নাগরিক ভিসা পান। নাছোড়বান্দা ট্রাম্প স্থগিতাদেশের বিরুদ্ধে আবার আপিল করেন। সেই আপিলেও হেরে যান। এরপর চলতি বছরের জানুয়ারিতে আবার একই ধরনের নিষেধাজ্ঞা নতুনভাবে আনার কথা জানান ট্রাম্প। বাইডেন বলছেন, ট্রাম্প এই দেশে হিংসার আগুন ছড়িয়ে দিয়েছেনৃ তার কথার মাধ্যমে, নীতিমালার মাধ্যমে, কাজের মাধ্যমে। আমি প্রেসিডেন্ট হলে এসবের অবসান হবে।

Leave a Reply

Your email address will not be published.