প্রশান্তি ডেক্স ॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় করোনায় কর্মহীন হতদরিদ্র সনাতনীদের ত্রাণের তালিকায় এবার দরিদ্রদের বদলে বিত্তবানদের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি নিজের কোটিপতি আপন ভাইয়ের ছেলের নামও তালিকায় যুক্ত করে দিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের স্থানীয় সেক্রেটারি। যা নিয়ে এখন আলোচনার ঝড় বইছে। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা মহামারিতে সংখ্যালঘু সম্প্রদায়ের হতদরিদ্রদের মধ্যে যারা এখনো সরকারি ত্রাণ সহায়তা পায়নি তাদের তালিকা চেয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ। তালিকা পস্তুত করে জুনের মধ্যে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য সব জেলা ও উপজেলা কমিটিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পরিষদ। কিন্তু ঐক্য পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কমিটি থেকে কেন্দ্রে প্রেরিত তালিকায় খোদ সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধরের কোটিপতি আপন ছোটভাই শ্রীনাথ সূত্রধরের ছেলে পলাশ সূত্রধরেন নাম রয়েছে। তালিকায় তার আরো দুই আপন ভ্রাতুষ্পুত্র প্রফুল্ল ও অমর সূত্রধরের নামও অন্তুর্ভূক্ত করা হয়েছে। শুধু তাই নয়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, নবীনগর শাখার সভাপতি অ্যাডভোকেট সুনীল দেব জীবন ও সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধর স্বাক্ষরিত কেন্দ্রীয় দপ্তরে পাঠানো প্রেরিত ওই তালিকায় স্থানীয় একাধিক প্রতিষ্ঠিত ব্যসায়ীর নামও রয়েছে। অথচ কেন্দ্রীয় কমিটির পাঠানো চিঠিতে কেবল সংখ্যালঘু সম্প্রদায়ের হতদরিদ্রদের নাম তালিকায় অন্তর্ভূক্ত করে পাঠানোর সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ২১০ জনের নামের তালিকাটি স্বজনপ্রীতিতে ভরপুর। এই তালিকায় সেক্রেটারির নিজের সম্প্রদায়েরই প্রায় ৩৫ জনের নাম রয়েছে। এ বিষয়ে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তী বলেন, দরিদ্রদের বদলে নিজের কোটিপতি ভাইয়ের ছেলেসহ স্বজন ও বিত্তবানদের নাম ত্রাণের তালিকায় দেয়াটা মোটেই ঠিক হয়নি। এতে হিন্দুদের আত্মমর্যাদা নিয়ে সমালোচনা হবে, যা কখনও কাম্য হতে পারে না। তবে এ বিষয়ে নবীনগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সীতানাথ সূত্রধর বলেন, হিন্দুদের মধ্যে যার অর্থ, সম্পদ দুটোই আছে, কিন্তু করোনায় বিপদে থেকেও লজ্জায় কারো কাছে সাহায্য চাইতে পারছেন না, আমরা সংশ্লিষ্টদের নির্দেশে সেরকম মধ্যবিত্ত মানুষের তালিকাই পাঠিয়েছি।তাই বলে আপনার নিজের কোটিপতি ভাইয়ের ছেলের নামও দিবেন? এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। এ বিষয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট রানা দাসগুপ্ত বলেন, স্বজন ও বিত্তবানদের নামতো এই তালিকায় কোনভাবেই গ্রহণ করা হবে না। পরিষ্কার বলা আছে, তালিকায় শুধু কর্মহীন হতদরিদ্রদের নাম থাকতে হবে। সুতরাং যদি এ অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট কমিটির বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও জানান, সারাদেশ থেকে ইতিমধ্যে প্রায় ৪৫ হাজার সংখ্যালঘু হতদরিদ্রদের নামের তালিকা আমরা পেয়েছি। এসব নাম যাচাই বাছাই করে এ মাসের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জমা দেবো।