ওয়াসার বিলের কারসাজী

সাইফুল ইসলাম প্রতিবেদক ॥ পানির বিল, বিদ্যুৎ বিল, নিয়ে যত কারসাজি করা হয় তার মধ্যে ওয়াসা অন্যতম। আমাদের হাতে ওয়াসার দুর্নীতির সকল প্রমানাদি রয়েছে। ভূতরে বিল বানানো হয় যা দেখে মানুষ হতবাক হয়ে যায়। কেউ দেখে বিশ্বাস করতে পারে না যে এই বিলটা তার। কিভাবে বিশ্বাস করবে, কল্পনাবিহীন বিল আসলে ? ঢাকা ওয়াসা পানির বিল নিয়ে কতরকম বাণিজ্য চলে, কবে শেষ হবে তাদের এই বাণিজ্য? ওয়াসা তাদের দায়িত্ব পালনতো করেই না বরং সরকারের রাজস্য ফাঁকি দিয়ে কর্মীরা এমনকি ইনসপেক্টর থেকে অফিসার পর্যন্ত চলে আঙ্গুর ফুলে কলাগাছ বনে যাওয়ার যত কাহিনী। এই কাহিনীগুলোই আমরা নিয়মিতভাবে প্রমানসহ প্রকাশ করব আগামীতে। কোরোনাকালে মানুষ ঠিক মতো খেতে পারে না, আবার তারা ভূতরে বিল বানাচ্ছে। যখন আমাদের মানবতা দেখানো উচিত, তখন আমরা আরও চেপে ধরি। আজ কোথায় আমাদের মানবতা, কোথায় আমাদের মনুষ্যত্ব। আস্তে আস্তে এইসব গুলো আমাদের মাঝ থেকে বিলপ্তি হয়ে যাচ্ছে। আর না হলে ওয়াসা পানির বিল নিয়ে এভাবে দূর্নীতি করতে পারত না। বাংলায় একটি প্রবাদ আছে , পানির অপর নাম জীবন। আর সেই পানি নিয়ে যত কারসাজি করা হয়। ঘুষ বানিজ্যে যখনই ঘাটতি হয় বা কোন মানুষ তাঁর সততাটুকু জাগ্রত রেখে সামনে এগিয়ে যেতে চায় তখনই শয়তানের পক্ষ থেকে বাধা আসে; আর সেই বাধার একটি নাম ঢাকা ওয়াসা। এই লোমহর্ষক কাহিনীগুলো নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন আগামী সংখ্যায়।

Leave a Reply

Your email address will not be published.