কসবায় নির্মানের ৩ দিনের মধ্যেই ধসে গেল ড্রেনের দেয়াল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ড্রেন নির্মানের ৩ দিনের মধ্যেই ধসে গেল প্রায় ৪০ ফুট দেয়াল। ডিজাইন পরিবর্তন করে ৫৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত ড্রেনের দেয়াল ধসে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ১৯ জুলাই কসবা পুরাতন বাজারের জনতা টাওয়ার এলাকায় প্রায় ৪০ ফুট নবনির্মিত ড্রেনের দেয়াল ধসে পড়ে। এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী মো.সাইফুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ডিজাইন পরিবর্তন হয়েছে মেয়র সাহেবের নির্দেশে। তবে ভেংগে যাওয়া ড্রেন ও দেয়াল ঠিকাদারী প্রতিষ্ঠান পুনরায় নির্মান করবে বলে জানান তিনি। কাজ নিম্মমানের হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি অসুস্থ আছেন বলে মুঠোফোনের লাইন কেটে দেন। এ বিষয়ে কসবা পৌরমেয়র মো.এমরান উদ্দিন জুয়েলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ড্রেনের পাশে নতুন নির্মানাধীন একটি টাওয়ারের মাটির চাপে ড্রেনের দেয়াল ধসে গেছে। ডিজাইন পরিবর্তন করা বিয়য়ে মেয়র বলেন, প্রকল্প পরিচালকের অনুমতি নিয়েই ডিজাইন পরিবর্তন করা হয়েছে। বাজারের পানি নিস্কাশনের সুবিধার জন্য তা করা হয়েছে।


ঠিকাদারী প্রতিষ্ঠান মুন্সি এন্ড সন্স’র স্বত্বাধিকারী নাফিউল আলম বায়েছের সাথে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Leave a Reply

Your email address will not be published.