ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাহাংগীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও বিক্ষুব্দ এলাকাবাসী। গতকাল (৯ আগষ্ট) রোববার দুপুরে পৌর শহরে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়। হত্যকারীদের বাঁচাতে মনগড়া মামলা লিখে নিহতের স্ত্রী রাজিয়া বেগমের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ করেন কসবা থানা ওসি লোকমান হোসেন ও সাবেক কাউন্সিলর আবু তাহেরের বিরুদ্ধে। বিক্ষোভ মিছিলে ওসির অপসারন দাবী করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। নিহতের স্ত্রী রাজিয়া বেগমের অভিযোগ ওসি লোকমান হোসেন প্রকৃত আসামীদের বাদ দিয়ে নির্দোষ লোকদের আসামী করে হয়রানী করছে।
পরে হত্যাকারীদের বিচারের দাবী জানিয়ে ও ওসির দুর্নীতির বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের নিকট স্মারকলিপি পেশ করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। উল্লেখ্য পৌর এলাকার আকবপুর গ্রামে গত ২৬ জুলাই রাতে অভিয্ক্তু ইসমাইল হোসেন নামে এক প্রতিবেশী জাহাঙ্গীরকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে চারদিন যাবত নিখোঁজ থাকে জাহাঙ্গীর। নিখোজের পর থানায় জিডিও করেন নিহতের স্ত্রী রাজিয়া বেগম। পরে গত ২৯ জুলাই বন্যার পানিতে ভাসমান অবস্থায় পুলিশ উদ্ধার করে জাহাংগীরের মৃতদেহ। পরদিন ৩০ জুলাই ইসমাইলকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করলেও ওসি ওই মামলা বাদ দিয়ে তাঁর মনগড়া মতো মামলা লিখে জোরপূর্বক স্বাক্ষর নেয় নিহতের স্ত্রী রাজিয়া বেগমের কাছ থেকে। পরে ন্যায় বিচার পেতে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার। নিহতের বড় ভাই মোসলেম মিয়া বলেন; আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করছেনা পুলিশ।