ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় দুই হত্যা মামলার আসামীদের গ্রেফতার করেছে কসবা থানা পুলিশখ। এ নিয়ে গতকাল (১০ আগস্ট) সকালে কসবা থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন কসবা থানা ওসি মোহাম্মদ লোকমান হোসেন। সংবাদ সম্মেলেনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া। তিনি প্রথমে জনি হত্যার বিষয়টি উল্লেখ করে বলেন, জনিকে হত্যা করেছে একদল মোটর সাইকেল ছিনতাইকারী। ইতোমধ্যে পুলিশ সকল ছিনতাইকারীর বক্তব্য নিয়ে বিজ্ঞ আদালতে তাদের জবানবন্দী রেকর্ড করা হয়েছে। কসবা উপজেলার কুটি চৌমূহনীতে মোটর সাইকেলের গ্যরেজের মালিক বুগির গ্রামের মোস্তফা কামালের ছেলে জনি গত ৮ জুলাই রাতে কুটি চৌমূহনী থেকে বাড়ি যাওয়ার পথে খুন হয়। পুলিশী জিজ্ঞাসাবাদে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তির মাধ্যমে আসামীরা জানায় রাত ১০টায় মোটর সাইকেল যোগে জনি বাড়ি যাওয়ার পথে জনৈক মইনুলের ছাড়াবাড়ি বরাবর রশি দিয়ে দুই প্রান্ত থেকে হ্যাচকা টান দিয়ে সড়কে ফেলে জনিকে নৃশংসভাবে খুন করে তার মোটর সাইকেলটি নিয়ে যায়। পরে মোটর সাইকেলটি ৬০ হাজার টাকায় গণেশপুরের জলিল মিয়ার পুত্র রানা (২৫) ও সোনারগাঁও গ্রামের অবিদ মিয়ার পুত্র আরিফের নিকট বিক্রী করে। এ ছিনতাই মিশনে নেতৃত্ব দেয় বুগীর গ্রামের আলমগীর সরকারের পুত্র তানভীর সরকার (২৭)। অন্যান্য আসামীরা হলো, জাহিদুল হক এর ছেলে রফিকুল ইসলাম (৪০), ইকবাল হোসেনের ছেলে ইয়ার হোসেন (৩০) শাজাহান এর ছেলে গোলাম ছান্দানী (২৪), ইকবাল হোসেন এর ছেলে সুমন মিয়া (২২) আবদুল জলিলের ছেলে মহিউদ্দিন রানা, আবিদ মিয়ার ছেলে আরিফ মিয়া (২৫)। পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত ১টি মোটর সাইকেল ও দুইটি ছুড়ি উদ্ধার করেছে। অপরদিকে সংবাদ সম্মেলনে কসবার মাইজখার গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ভিক্ষুক বোন হোসনেআরা (৬০) হত্যার আসামী একই গ্রামের জুয়েলকে গত রোববার (৯ আগস্ট) কসবা থানা পুলিশ গ্রেফতার করেছে। সংবাদ সম্মেলনে সহকারি পুলিশ সুপার কসবা সার্কেল মিজানুর রহমান ভুইয়া জানান, বখাটে জুয়েল মুক্তিযোদ্ধার বোন হোসনেআরার অন্ধত্বের সুযোগ নিয়ে এক বছর পূর্বে তার বিশ হাজার টাকা চুরি করেছিলো। ফলে গ্রামে বিচার চেয়ে বিচার পায়নি সে। তাই একা বিড় বিড় করে জুয়েলকে অভিশাপ দিতো হোসনে আরা। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে গত ১৯ মে রাত তিনটায় হোসনেআরার ঘরে ঢুকে তাকে মাথায় কুড়ালের বাট দিয়ে আঘাত করে হত্যা করে এবং ৩ ভরি রূপা ও ৫ হাজার টাকা লুটে নেয়। পুলিশ চারগাছ বাজারে বিক্রীত ৩ ভরি রূপা উদ্ধার করেছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post