প্রশান্তি আন্তজার্তিক ডেক্স ॥ অতিরিক্ত মেদ নিয়ে সবাই চিন্তিত থাকেন। কিভাবে মেদ কমাবেন সে চিন্তায় অস্থির থাকেন অনেকেই। তবে অতিরিক্ত মেদের কারণেই এ যাত্রায় বেঁচে গেছেন চীনের এক লোক।
অতিরিক্ত স্থূলতার কারণেই প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন চীনের এক ব্যাক্তি। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ঘটনাটি মূলত চীনের হেনান প্রদেশের লুয়ং শহরের। ২৮ বছরের লিউ নামে এক ব্যক্তি বাড়ির কূপের মধ্যে পড়ে যান। পড়ে গেলেও একেবারে নীচে পড়ে যাননি, কূপের মুখে আটকে গিয়েছিলেন।
কূপের মুখটি ছিলো ছোট, লিউ-এর বিশাল শরীর তাতে কোমর পর্যন্ত ঢুকে গেলেও পেটের কাছে গিয়ে আটকে যায়।
জানা গেছে, লিউ-দের পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল কূপটি। এটির মুখে একটি কাঠের পাটাতন ঢাকা দেওয়া থাকত। কিন্তু সম্প্রতি সেটি নষ্ট হয়ে যাওয়ায় ভুলবশত কূপে পড়ে আটকে যান লিউ।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে।