তাজুল ইসলাম নয়ন॥ অমর একুশে গ্রন্থমেলায় উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে অমর একুশে গ্রন্থমেলা ২০১৭। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে গ্রন্থমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন এই মেলার মাধ্যমে জাতি ও সমাজ উপকৃত হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিৃতি ঘটবে শিক্ষা ও জ্ঞানের পরিক্ষালব্দ অর্জনের প্রাপ্তিগুলোর। তারা ভুল পথে যাওয়া থেকে বিরত থাকবে। লেখাপড়া, সংস্কৃতি চর্চা যত বেশি হবে ততই তারা ভালো পথে চলে আসবে বলে আমি বিশ্বাস করি’।
এখানে যারা উপস্থিত সকলকে এই আহ্বানই জানাবো- সকলে বই পড়বে, বই পড়ার ভেতর যে আনন্দ, বই পড়লে যেমন জ্ঞান অর্জন করা যায়, তেমনি অনেক কিছুই ভুলে থাকা যায়।
রাজধানীর বাংলা একাডেমিতে অমর একুশে উপলক্ষে মাসব্যাপী গ্রন্থমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে একথাগুলো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।