ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান- এই আহ্বানকে সামনে রেখে কসবায় প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে জন দক্ষ ও যুব মহিলাদেরকে বিদেশে কর্মসংস্থানের নিমিত্ত নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৪ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা মহিলা ভাইস
চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান,কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভ’ইয়া, বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান । মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর মো.বাছিরুল আলম। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে স্লাইড সু’র মাধ্যমে প্রশিক্ষন ও প্রশিক্ষন বিহীন কর্মীদের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।