প্রশান্তি ডেক্স ॥ পণ্যের প্যাকেটে উৎপাদনের অগ্রিম তারিখ ব্যবহার ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে যশোরের মণিরামপুরে একটি বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রোহিতা বাজারে অবস্থিত মেহেদী ফুড প্রডাক্টস নামে বেকারিতে অভিযান চালিয়ে মালিক সুমনকে ২০ হাজার টাকা জরিমানা করেন অধিদপ্তরের যশোর অঞ্চলের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব। একই সাথে ওই বাজারের বিশ্বজিৎ নামে এক হোটেল মালিককে দেড় হাজার টাকা জরিমানা করেন তিনি।
এসময় জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানের সময় উপস্থিত থাকা স্থানীয় গণমাধ্যমকর্মী আমিনুর রহমান জানান, গত ২৬ আগস্ট। কিন্তু মেহেদী বেকারিতে আজকে তৈরি পণ্যের প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ হিসেবে ২৭ আগস্টের লেভেল রয়েছে। এছাড়া বেকারির পরিবেশ স্যাঁতসেঁতে ছিল। এই অভিযোগে বেকারির মালিক সুমনকে ২০ হাজার টাকা করা হয়। এছাড়া রোহিতা বাজারের বিশ্বজিতের হোটেলের ফ্রিজে বয়লারের বাসি মাংস থাকায় তাকে দেড় হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ওয়ালিদ বীন হাবিব।