২০২২ সালের মধ্যে শেষ হবে ডাবল লাইনের কাজ কসবায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন; আগামী ২০২২ সালের মধ্যে ডাবল রেল লাইন কাজ শেষ হবে। তিনি বলেন এসময়ের আগে নির্মান শেষ হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনার কারনে থমকে যায় কাজের গতি। তিনি গত রোববার (১৩সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেল ষ্টেশনে নির্মানাধীন লাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। তিনি আরো বলেন; সরকারের নির্দেশানা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রীরা যাতে চলাচল করতে পারে সেদিকে আমাদের নজরদারী রয়েছে। পাশাপাশি

সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি কসবা ষ্টেশনে মহানগর প্রভাতী থামার বিষয়ে আশ্বাস দেন। পরিদর্শকালে রেলওয়ে পূর্বাঞ্চলীয় পরিচালক (চট্রগ্রাম) সর্দার শাহাদাত হোসেন, রেলওয়ে এডিজি-আই ধীরেন্দ্রনাথ মুজুমদার, প্রজেক্ট চীফ আমিরুল ইলমাম, তমা গ্রুপ পরিচালক আবুল কাসেম, কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার মো.মিজানুর রহমান , কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন,কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান সহ দলীয় নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পাশ্ববর্তী উপজেলা আখাউড়ায় নির্মানাধীন লাইনের কাজ পরিদর্শনে যান।

Leave a Reply

Your email address will not be published.