প্রশান্তি ডেক্স ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে বেশ জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। এখানকার মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় মাল্টার আবাদ ভালো হয়েছে এবং দামও ভালো পাওয়ায় মাল্টা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের।
স্থানীয় কৃষি অফিস বলছে মাল্টা বারী-১ জাতের প্রদর্শনী বাগান করা হয়েছে। মাল্টা চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
দুই থেকে তিন বছর আগে স্থানীয় কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের পাঁচ বিঘা জমিতে বারী-১ জাতের মাল্টার প্রদর্শনী বাগান করা হয়। কম খরচে ফলন ভালো ও লাভ বেশি হওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে এ বছর সাত হেক্টর জমিতে মাল্টা চাষ শুরু করেছে কৃষকরা। প্রায় ১০ টন মাল্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্থানীয় কৃষি অধিদফতর। এদিকে মাল্টা বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৫০ টাকা প্রতি কেজি দরে।
এ বছরে সব বাগানেই বিপুল পরিমান মাল্টা ধরেছে এবং আয়ও হবে ভালো। এদিকে বেকার যুবকেরা মাল্টা চাষে আগ্রহ প্রকাশ করছে। মাল্টা বাগানে ফলের উৎপাদনের পাশাপাশি মাল্টার চারা উৎপাদন করছে কৃষকরা। বিভিন্ন এলাকার কৃষকরা চারা কিনছেন এখান থেকে। মাল্টা চাষে কৃষকদের কৃষি বিভাগ থেকে সকল প্রকার পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে।
এ বছর বেশ লাভ করতে পারবেন বলে তারা মনে করছেন। মাল্টাতে লাভ হওয়ায় মাল্টা গাছের চারার চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন উপজেলা থেকে এসে চারা কিনছেন কৃষকরা। চারা বিক্রি করেও বেশ ভালো আয় করছেন কৃষকরা। কৃষকরা বলছেন সরকারিভাবে ঋণ সুবিধাসহ সার্বিক সহযোগিতা পেলে উৎপাদিত মাল্টা চাষ প্রসারে ব্যাপক ভূমিকা রাখতে পারবে উপজেলার কৃষকরা।