ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ঘরে বসে বাজার করি, নিরাপদ ও সুস্থ থাকি- এ শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কার্যক্রম শুরু করলো কসবা বাজার ডট কম ডট বিডি নামে একটি অনলাইন শপিং সেন্টার। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ফুড প্যালেস হলরুমে আনন্দঘন পরিবেশে কেক কেটে এই অনলাইন শপিং সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়। এই অনলাইন শপিং সেন্টারের কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভ’মি হাছিবা খান ও জনস্বাস্থ্য প্রকৌশলী মো.শরীফুল ইসলাম, শপিং সেন্টারের পরিচালক মো.শাহরিয়া, মো.খাইরুল ইসলাম, মো.ইমানুল ইসলাম ইমন, মো.আইয়ুব আলী, মো.তালাত মাহমুদ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে শপিং সেন্টারের পরিচালক খাইরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিচালক মো.শাহরিয়া। তার আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শপিং সেন্টারের সদস্যগন।
শপিং সেন্টারের পরিচালকগন জানান, ঘরে বসে কেনাকাটা করার সুবিধার্থে চালু করা হয়েছে কসবা বাজার ডট কম ডট বিডি নামে এই অনলাইন শপিং সেন্টারটি। মোবাইলের প্লে ষ্টোর থেকে এ্যাপসটি ডাউনলোড করে সার্চ দিলেই পাওয়া যাবে তাদের সরবরাহকৃত পন্য তালিকা। প্রতিষ্ঠানকে মেসেজ অথবা ফোনে অর্ডার দিলে ক্রেতার বাড়িতে পৌছে দেয়া হবে পন্য। মানসম্মত পন্য সরবারাহ করাই তাদরে লক্ষ্য।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপś দেখতেন তাঁর সেই স্বপś বর্তমান সরকারের হাত ধরেই বাস্তবায়ন হচ্ছে। ডিজিটাল বাংলাদের গড়তে পারলেই মূল লক্ষ্যে পৌছতে পারবো আমরা। বর্তমানে চলছে প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তির মাধ্যমেই জনগনের দোড়গোড়ায় সেবা পৌছে দেয়া সম্ভব। তিনি কসবায় এমন একটি কার্যক্রম শুরু করায় উদ্যেক্তাদের সাধূবাদ জানান। তিনি উদ্যোক্তাদের বলেন পন্যের মান যেন ভাল হয় এবং কোনো কারনে যেন ভোক্তা অধিকার আইনের লংগন না হয়।